আশাহত

     আশাহত

আলমগীর হোসেন


ashahoto

সব অভিযোগ নিলাম তুলে
সব অভিমান দিলাম ভেসে,
ঝরা পাতার মত ঝরে যাক সব কষ্ট
নীল সীমানায় যাক চলে অতীতের বলা কথা।


কথা দেওয়া কথা নেওয়া সব যাক ভুলিয়ে
মেঘের ডানায় ভাসিয়ে দিলাম সব আশা,
স্বপ্নগুলো পূর্ণ হোক চোখের ইশারায়
ইচ্ছে গুলো অনিচ্ছায় থাকুক
ভাবনায় ধূলো জমুক,ভেসে যাক দূর অজানায়।

অশ্রজলে সিক্ত হোক মনের চাওয়া
আবছা আলোয় হারিয়ে যাক প্রতিচ্ছবি।

রাত জাগা হোক বিষাদময়,
অপেক্ষার প্রতিটি প্রহর দীর্ঘতম
চেনা স্বর হয় ছন্দপতন,
এখন আর তোমার ভাবনায় বিভোর হয় না মন
মনে মনে সংঘাত হয় প্রতিনিয়ত। 

এটা যেন ভালোবাসার প্রতিদ্বন্দ্বী
হয় তোমায় নিয়ে জেতা না হয় আশাহত।

Post a Comment

নবীনতর পূর্বতন