শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন পর্ব-১১। চাকরী পরিক্ষার প্রস্ততি

শিক্ষক নিবন্ধন ও খাদ্য অধিদপ্তরের ৯৫ দিনের প্রস্তুতি ৭০+ কমন উপযোগী স্টাডি প্লান (স্কুল-২ + কলেজ)। যে বিষয় গুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এগুলো থেকে বেশিরভাগ প্রশ্নই কমন আসে। শিক্ষক নিবন্ধন বিভিন্ন চাকরির পরিক্ষায় এ প্রশ্নগুলো বার বার এসেছে।


       Facebook Group 

শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন 




শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন




১) ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?

ক) ব্যাকরণ
খ) ভাষা
গ) ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ভাষা

২) ফুলে ফুলে ঘর ভরেছে। কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্ম কারকে সপ্তমী বিভক্তি
খ) অপাদান কারকে সপ্তমী
গ) করণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

উত্তরঃ গ) করণ কারকে সপ্তমী বিভক্তি

৩) নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) চক্ষুস্মান
খ) চক্ষুষ্মান
গ) চক্ষুশ্মান
ঘ) চক্ষুম্মাণ

উত্তরঃ খ) চক্ষুষ্মান

৪) কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
ক) মই
খ) জোছনা
গ) পাতা
ঘ) কাগজ

উত্তরঃ গ) পাতা

৫) নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক) মা
খ) মেয়ে
গ) ছাত্রী

ঘ) সতীন

উত্তরঃ ঘ) সতীন

৬) কোন সমাসে সাধারন ধর্মের উল্লেখ থাকে না?

ক) উপমিত কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) মধ্যপদলোপি কর্মধারয়

উত্তরঃ ক) উপমিত কর্মধারয়

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন


৭) অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?

ক) দুধে-ভাতে 
খ) মাতাপিতা
গ) কমবেশি
ঘ) সাত-পাঁচ

উত্তরঃ ক) দুধে-ভাতে

৮) ‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?

ক) শৈল
খ) উৎপন্ন
গ) সুবর্ণ
ঘ) কুসুম

উত্তরঃ[নোটঃ এখানে সঠিক উত্তর নেই]

৯) ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) বিরোধ
খ) অবিধি
গ) নিষেধ
ঘ) নিষিদ্ধ

উত্তরঃ গ) নিষেধ

১০) ‘উজানের কৈ’-এর বাগধারাটির অর্থ কি?

ক) বিরাট আয়োজন
খ) সহজলভ্য
গ) অপদার্থ
ঘ) সামান্য পার্থক্য

উত্তরঃ খ) সহজলভ্য

১১) নুপুরের ধ্বনি-এক কথায় কি বলে?

ক) শিঞ্জন
খ) রুমঝুম
গ) ঝংকার
ঘ) নিক্কন

উত্তরঃ ঘ) নিক্কন

১২) কোনটি শুদ্ধ বানান?

ক) রুগনো
খ) রুগ্ন
গ) রুগন
ঘ) রুগণ

উত্তরঃ[নোটঃ সঠিক বানান হবে ‘রুগ,ন’]

১৩) তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যাবহার হয়?

ক) সেমিকোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) কোলন

উত্তরঃ খ) কমা

১৪) ‘উক্তি’-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) √উক্+তি
খ) √উচ্+ক্তি
গ) √বচ্+ক্তি
ঘ) √বচ্+তি

উত্তরঃ গ) √বচ্+ক্তি

১৫) অনুবাদের অর্থ কী?

ক) অনুসরণ
খ) ভাবান্তর
গ) ভাষান্তরকরণ
ঘ) সমার্থকরণ

উত্তরঃ গ) ভাষান্তরকরণ

১৬) ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?

ক) সুকুমার সেন
খ) সুকুমার ভট্রাচার্য
গ) নিহার রঞ্জন রায়
ঘ) সুনীতিকুমার চট্রোপাধ্যায়

উত্তরঃ ঘ) সুনীতিকুমার চট্রোপাধ্যায়


১৭) ‘ইতর’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) অভদ্র
খ) মিথ্যা
গ) উত্তম
ঘ) ভদ্র

উত্তরঃ ঘ) ভদ্র

১৮) নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?

ক) আমন্ত্রনপত্র
খ) মানপত্র
গ) নিমন্ত্রনপত্র
ঘ) স্মারক পত্র

উত্তরঃ খ) মানপত্র

১৯) ‘অণর্ব’-এর প্রতিশব্দ-

ক) ঝড়
খ) সূর্য
গ) বায়ু
ঘ) সমুদ্র

উত্তরঃ ঘ) সমুদ্র

২০) কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরন?

ক) মানব
খ) পানীয়
গ) জয়
ঘ) স্মরণীয়

উত্তরঃ ক) মানব

২১) ‘অবার্চীন’ শব্দে বিপরীত শব্দ কোনটি?

ক) প্রাচীন
খ) নবীন
গ) নির্বাচিত
ঘ) আনির্বাচিত

উত্তরঃ ক) প্রাচীন



২২) কোনটি পারিভাষিক শব্দ?

ক) কলেজ
খ) নথি
গ) রেডিও
ঘ) অক্সিজেন

উত্তরঃ খ) নথি

২৩) ‘পাখি’ শব্দের সমার্থক শব্দে নয় কোনটি?

ক) বিহগ
খ) গরুড়
গ) পৃপ
ঘ) বিহঙ্গ

উত্তরঃ গ) পৃপ

২৪) ‘ঢাকের কাঠি’ এই বাগদারাটির সাথে কোন বাগদারার মিল আছে?

ক) তাসের ঘর
খ) চুখের বালি
গ) গুড়ে বালি
ঘ) খয়ের খাঁ

উত্তরঃ ঘ) খয়ের খাঁ

২৫) ‘ব্যাকরণ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) নব্য ভারতীয় আর্যভাষা
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) অসমীয়া

উত্তরঃ গ) সংস্কৃত

২৬) Prevention is better than-

ক) nothing
খ) healing
গ) cure
ঘ) remedy

উত্তরঃ গ) cure

২৭) Knowledge is-

ক) strength
খ) power
গ) gravity
ঘ) comfort

উত্তরঃ খ) power

২৮) What is lotted cannot be-

ক) blotted
খ) broken
গ) endured
ঘ) updated

উত্তরঃ ক) blotted

২৯) সে ইংরেজিতে ভালো।

ক) He is well in English.
খ) He is expert in English.
গ) He is good at English.
ঘ) He is better in English.

উত্তরঃ গ) He is good at English.

৩০) জীবন পুষ্পশয্যা নয়?

ক) The life is not bed of roses.
খ) A life is not bed of roses.
গ) Life is not bed of roses.
ঘ) Life is not a bed of roses.

উত্তরঃ ঘ) Life is not a bed of roses.

৩১) ইংরেজি শেখা সহজ।

ক) English is easy to learn.
খ) The English is to learn.
গ) It is easy to learning English.
ঘ) It is easy to learn English.

উত্তরঃ ঘ) It is easy to learn English.

৩২) The journey was pleasant. Here ‘pleasant’ is-
ক) noun
খ) pronoun
গ) adjective
ঘ) adverb

উত্তরঃ গ) adjective

৩৩) Lovely comes here regularly. Here Lovely’ is-
ক) noun
খ) pronoun
গ) adjective
ঘ) adverb

উত্তরঃ ক) noun

৩৪) The noun form of ‘lose’ is-

ক) losing
খ) loss
গ) lost
ঘ) loose

উত্তরঃ খ) loss

শিক্ষক নিবন্ধন সাজেশন


৩৫) Honey is(taste) sweet.

ক) taste
খ) tasting
গ) tasted
ঘ) being tasted

উত্তরঃ গ) tasted

৩৬) It is our duty to (obey) our parents.
ক) obey
খ) obeying
গ) obeyed
ঘ) be obeyed

উত্তরঃ ক) obey

৩৭) Chariry (to begin) at home.

ক) is beginning
খ) began
গ) begins
ঘ) has begun

উত্তরঃ গ) begins

৩৮) Something is better than-
ক) everything
খ) nothing
গ) anything
ঘ) all

উত্তরঃ খ) nothing

৩৯) Many men, many-
ক) faces
খ) lives
গ) minds
ঘ) thoughts

উত্তরঃ গ) minds

৪০) Our of sight, out of-
ক) life
খ) might
গ) mind
ঘ) right

উত্তরঃ গ) mind

৪১) Only the moon was visible. (Negative)
ক) The moon was not visible.
খ) The moon was not invisible.
গ) Nothing but the moon was visible.
ঘ) None but the moon was visible.

উত্তরঃ গ) Nothing but the moon was visible.

৪২) Dhaka is one of the biggest cities in Bangladesh. (positive)

ক) No other cities in Bangladesh are as Dhaka.
খ) Very few cities in Bangladesh are big as Dhaka.
গ) Very few in Bangladesh is as big as Dhaka.
ঘ) Some cities in Bangladesh is as big as Dhaka.

উত্তরঃ খ) Very few cities in Bangladesh are big as Dhaka.

৪৩) Never tell a lie. (passive)

ক) A lie is news told
খ) A lie is never be told
গ) Let a lie is never be told
ঘ) Let not a lie be told ever

উত্তরঃ ঘ) Let not a lie be told ever

৪৪) I have no pen that I can lend you. (simple)
ক) Having no pen, I can lend you
খ) Without any pen, I can lend you
গ) I have no pen to lend you
ঘ) I have no enough pen t lend

উত্তরঃ গ) I have no pen to lend you

৪৫) The synonym of the word ‘increase’ is-
ক) augment
খ) decrease
গ) quick
ঘ) lessen

উত্তরঃ ক) augment

৪৬) The antonym of the word ‘alien’ is-
ক) new comer
খ) native
গ) adverse
ঘ) foreigner

উত্তরঃ খ) native

৪৭) The word ‘usual’ is the synonym of-
ক) normal
খ) certain
গ) unusual
ঘ) strange

উত্তরঃ ক) normal

৪৮) He is proud of his aristocracy. Here ‘aristocracy’ means-
ক) bad blood
খ) blue blood
গ) good blood
ঘ) cold blood

উত্তরঃ খ) blue blood

৪৯) The man did the work as my direction, Here ‘as’ indicates the idiom-
ক) as regards
খ) by all means
গ) according to
ঘ) at random

উত্তরঃ গ) according to

৫০) Smoking tells upon our body. Here ‘tell upon’ means-
ক) benefits
খ) harms
গ) indicates
ঘ) strengthens

উত্তরঃ খ) harms

৫১) A={x:x জোড় মৌলিক সংখ্যা }, তালিকা পদ্ধতিতে কি হবে?
ক) [2]
খ) 2-1
গ) (2)
ঘ) {2}

উত্তরঃ ঘ) {2}

৫২) একটি সমবাহু ত্রিভূজের এক বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. হলে,তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ক) 25√3 ব. সে. মি.
খ) 25√2 ব. সে. মি.
গ) 100 ব. সে. মি.
ঘ) 50 ব. সে. মি.

উত্তরঃ ক) 25√3 ব. সে. মি.

৫৩) ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠BAD =100° হলে, ∠BCE=কত?
ক) 60°
খ) 80°
গ) 90°
ঘ) 100°

উত্তরঃ খ) 80°

৫৪) log42 এর মান কত?
ক) 1/3
খ) 2
গ) 1/2
ঘ) 4

উত্তরঃ গ) 1/2

৫৫) (a+a/1)2 =3 হলে, a3+1/a3 এর মান কত?
ক) 3√3
খ) 18
গ) 9
ঘ) 0

উত্তরঃ ঘ) 0

৫৬) √289 এর বর্গমূল হলো-
ক) মূলদ
খ) অমূলদ
গ) স্বাভাবিক
ঘ) পূর্ণ সংখ্যা

উত্তরঃ ক) মূলদ

৫৭) 0,5,7 এর গড় কত ?
ক) 6
খ) 0
গ) 4
ঘ) 1

উত্তরঃ গ) 4

৫৮) কোন সংখ্যার ৭৫%=৩?
ক) ৮
খ) ১৬
গ) ২
ঘ) ৪

উত্তরঃ ঘ) ৪

৫৯) একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত?
ক) ১৮:২৫
খ) ২০:২৫
গ) ২৪:২৫
ঘ) ১৯:২৫

উত্তরঃ ঘ) ১৯:২৫

৬০) একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুন করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুন সময় লাগবে?

ক) ৪ গুন
খ) ১/৪ গুন
গ) ২ গুন
ঘ) ১/২ গুন

উত্তরঃ ঘ) ১/২ গুন

৬১) ১ মাইল=কত কিলোমিটার?

ক) ১.৬০৯ কি.মি.
খ) ০.৬২ কি.মি.
গ) ১ কি.মি.
ঘ) ১.১ কি.মি.

উত্তরঃ ক) ১.৬০৯ কি.মি.

৬২) a ≠0 হলে, a°=কত?
ক) 0
খ) a
গ) 1
ঘ) অনির্ণেয়

উত্তরঃ যুক্তিঃ সুচকের নিয়মনুসারে যেখানে,

৬৩) শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে-আসলে দ্বিগুন হবে?

ক) ১ বছরে
খ) ২০ বছরে
গ) ৫ বছরে
ঘ) ১০০ বছরে

উত্তরঃ খ) ২০ বছরে

৬৪) x2-y2 এর উৎপাদক কত?

ক) (x+y)(x-y)
খ) (x+y) (x-y)
গ) (x-y) (x-y)
ঘ) (Y+X)(Y-x)

উত্তরঃ খ) (x+y) (x-y)

৬৬) ax=n হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) x=an
খ) x=1nx
গ) a=xn
ঘ) x= logan

উত্তরঃ ঘ) x= logan

৬৭) x+y, x-y, x2-y2 এর গ.সা.গু. কত?
ক) 0
খ) 1
গ) x2-y2
ঘ) x+y

উত্তরঃ খ) 1

৬৮) a,b,c ক্রমিক সমানুপাতিক হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?
ক) b=ac
খ) c2=ab
গ) b2=ac
ঘ) b=ac

উত্তরঃ গ) b2=ac

৭০) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত
ক) π
খ) πr
গ) 2
ঘ) 2r

উত্তরঃ ক) π

৭১) একটি ত্রিভূজের তিন কোন অপর একটি ত্রিভূজের তিন কোনের সমান হলে, ত্রিভূজদ্বয় কীরূপ হবে?
ক) সমান
খ) সর্বসম
গ) অসমান
ঘ) সদৃশকোণী

উত্তরঃ খ) সর্বসম

৭৩) ax=1 হলে, x-এর মান কত?
ক) 1
খ) 0
গ) অনির্ণেয়
ঘ) 2

উত্তরঃ খ) 0

৭৪) ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি.তাদের মধ্যবর্তী দূরত্ব h সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
ক) (a+b)h
খ) 2(a+b)h
গ) (1/2)(a+b)h
ঘ) (1/2)(a-b)h

উত্তরঃ গ) (1/2)(a+b)h
বদরুল হাসান বাবুল

৭৬) ষাট গম্ভূজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) খুলনা
খ) যশোর
গ) বাগেরহাট
ঘ) রাজশাহী

উত্তরঃ গ) বাগেরহাট

৭৭) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?
ক) ১৭০০ সনে
খ) ১৭৬২ সনে
গ) ১৯৬৫ সনে
ঘ) ১৭৯৩ সনে

উত্তরঃ ঘ) ১৭৯৩ সনে

৭৮) মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক) ঝিনাইদহ
খ) মেহেরপুর
গ) যশোর
ঘ) কুষ্টিয়া
উত্তরঃ খ) মেহেরপুর

৭৯) বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী?
ক) রেডিমেন্ট গার্মেন্টস
খ) পাট
গ) চামড়া
ঘ) তুলা

উত্তরঃ ক) রেডিমেন্ট গার্মেন্টস

৮০) ‘সাগরকন্যা’ কোন জেলার ভৌগলিক নাম?

ক) ভোলা
খ) খুলনা
গ) কক্সবাজার
ঘ) পটুয়াখালী

উত্তরঃ ঘ) পটুয়াখালী

৮১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক) ৯:৬
খ) ১১:৭
গ) ১০:৬
ঘ) ৮:৬

উত্তরঃ গ) ১০:৬

শিক্ষক নিবন্ধন সাজেশন


৮২) জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে?

ক) মাজহারুল হক
খ) লুই আই ক্যান
গ) এফ.আর.খান
ঘ) নভেরা আহম্মদ

উত্তরঃ খ) লুই আই ক্যান

৮৩) প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) ব-দ্বীপ
খ) হাতিয়া
গ) সন্দ্বীপ
ঘ) বরিশাল

উত্তরঃ ঘ) বরিশাল

৮৪) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ক) ১২ টি
খ) ৯ টি
গ) ৮ টি
ঘ) ১১ টি

উত্তরঃ ঘ) ১১ টি

৮৫) পরিবেশের উপর বিশেষ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ ‘ম্যাগসাসে’ পুরস্কার-২০১২ প্রাপ্ত হন-

ক) অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ
খ) ড.আইনুন নিশাত
গ) সৈয়দা রেজওয়ানা হাসান
ঘ) ড. হাসান মাহমুদ

উত্তরঃ গ) সৈয়দা রেজওয়ানা হাসান

৮৬) বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

ক) গ্রিসে
খ) রোমে
গ) মেসোপটেমিয়ায়
ঘ) ভারতে

উত্তরঃ গ) মেসোপটেমিয়ায়

৮৭) ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) লন্ডন
গ) লিও
ঘ) রোম

উত্তরঃ গ) লিও

৮৮) জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠত হয়?

ক) ১৯৪৮
খ) ১৯৪৬
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৭

উত্তরঃ গ) ১৯৪৫

৮৯ ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?

ক) টেনিস
খ) ফুটবল
গ) হকি
ঘ) ক্রিকেট

উত্তরঃ ক্রিকেট

৯০) NATO-এর সদ্যস সংখ্যা কত?

ক) ২২
খ) ২৫
গ) ২৬
ঘ) ২৮

উত্তরঃ ঘ) ২৮

৯১) বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখ অনুষ্ঠিত হয়?

ক) জুন, ১৯৯২
খ) জুলাই, ১৯৯৫
গ) জুন, ১৯৭২
ঘ) জুলাই, ১৯৯২

উত্তরঃ ক) জুন, ১৯৯২

৯২) বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদ্যসপদ লাভ করে?

ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫

উত্তরঃ গ) ১৯৭৪

৯৩) নিশীথ সূর্যের দেশ কোনটি?

ক) থাইল্যান্ড
খ) জাপান
গ) কানাডা
ঘ) নরওয়ে

উত্তরঃ ঘ) নরওয়ে

৯৪) বাষ্পীয় ইঞ্জিন আবিস্কার করেন?

ক) আইজাক নিউটন
খ) স্টিফেন হকিংস
গ) হেনরিক মার্জ
ঘ) জেমস ওয়াট

উত্তরঃ ঘ) জেমস ওয়াট

৯৫) শব্দের তীক্ষ্মতা মাপা হয় কি দিয়ে?

ক) ডেসিবল
খ) এম্পিয়ার
গ) ক্যালরি
ঘ) জুল

উত্তরঃ ক) ডেসিবল

৯৬) ROM-এর পূর্ন অর্থ কী?

ক) Random Only Memory
খ) Read Only Memory
গ) Radio Only Memory
ঘ) Ranging Only Memory

উত্তরঃ খ) Read Only Memory

৯৭) ইনসুলিনের অভাবে কি রোগ হয়?

ক) রাতকানা
খ) রিকেট
গ) ডায়াবেটিস
ঘ) স্কার্ভি

উত্তরঃ গ) ডায়াবেটিস

৯৮) পেনিসিলিন আবিস্কার করেন?

ক) আলেকজান্ডার ফ্লেমিং
খ) লুই পাস্তর
গ) আইকম্যান
ঘ) উইলিয়াম হার্ভে

উত্তরঃ ক) আলেকজান্ডার ফ্লেমিং

৯৯) কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?

ক) CO2
খ) CH4
গ) CFC
ঘ) N2

উত্তরঃ গ) CFC

১০০) সহজে সর্দিকাশি হয় কোন ভিটামিনের অভাবে?

ক) ভিটামিন-ই
খ) ভিটামিন-কে
গ) ভিটামিন-সি
ঘ) ভিটামিন-বি

উত্তরঃ গ) ভিটামিন-সি

শিক্ষক নিবন্ধন সাজেশন


আপনি কি প্রস্তুতি ১৭ তম শিক্ষক নিবন্ধন এর জন্য,আর আমাদের স্টাডি প্লান ৯৫দিনে ৭০+ কমনের
এটা আমাদের অফিসিয়াল গ্রপ
জয়েন হয়ে আপনি ও পারেন ৯৫ দিনে নিজে কে পস্তুতি করতে

contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

Alamgir Hossain

Inbox to Facebook: educationbd
Email at : allamgir1000@gmail.com
  

Contact No.:01748187896
Narsingdi, Dhaka, Bangladesh.

Official Facebook


         Group


         Page



CONNECT WITH ME PERSONALLY:


          Facebook Page
          Instagram

Post a Comment

নবীনতর পূর্বতন