ল.সা.গু-গ.সা.গু অংকের সহজ সাধান পর্ব-১


লসাগু-গসাগু

দুটি সংখ্যার গুনফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু ৮৬ হলে গসাগু কত?
এরকম অংক থাকলে গুনফলকে ল.সা.গু দ্বারা ভাগ করতে হয়। তাহলে গ.সা.গু বের হবে



                                      = ১৬ টাকা।
দুটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
অপর সংখ্যা =
             

২। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?
দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে এবং তাদের গ.সা.গু দেওয়া থাকলে ল.সা.গু বের করতে হলে , দুটি সংখ্যার অনুপাত এর গুনফলের সাথে গ.সা.গু কে গুন করে ল.সা.গু বের করতে হয়।

৩। দুটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং তাদের গ.সা.গু ১০ হলে তাদের ল.সা.গু কত?
৪। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে তাদের গ.সা.গু কত?
দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে এবং তাদের ল.সা.গু দেওয়া থাকলে গ.সা.গু বের করতে হলে , ল.সা.গু কে দুটি সংখ্যার অনুপাত এর গুনফলের সাথে ভাগকরে গ.সা.গু বের করতে হয়।
 
৫। কতজন বালক কে ১২৫ টি কমলালেবু এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
এ ধরণের অংকের ক্ষেত্রে উল্লেখিত সংখ্যাগুলোর গ.সা.গু ই হবে উত্তর।

                                    
                   সুতরাং তাদের গ.সা.গু হল ৫।
তাই ৫ টি করে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।


৬। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুনফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুনফল                ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
এ ধরণের অংকের ক্ষেত্রে উল্লেখিত সংখ্যাগুলোর গ.সা.গু ই হবে উত্তর।

                   সুতরাং তাদের গ.সা.গু হল ৭।
সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হবে ৭।

৭। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রতিক্ষেতে ৬ অবশিষ্ট থাকে?
বৃহত্তম সংখ্যা বল্লে গ.সা.গু ও ক্ষুদ্রতম সংখ্যা হলে ল.সা.গু ই হবে নির্ণেয় সংখ্যা।
প্রথমেই অবশিষ্ট সংখাটি বাদ দিতে হবে।



৮। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ২৭ ও ৪০ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫  ভাগশেষ থাকবে?
এখন ২৪, ৩৬ ও ৬০ এর ল.সা.গু বে করতে হবে


উত্তর:- ১২

৯। কোন ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য হবে?

এ ধরণের অংকের ক্ষেত্রে উল্লেখিত সংখ্যাগুলোর ল.সা.গু ই হবে উত্তর।



উত্তর:- ২২৫


১০। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
তাদের ল.সা.গু হল:-১৮০
এখন ল.সা.গু থেকে ২ য়োগ করলে হবে ১৭৮
সুতরাং উত্তর হল ১৭৮।

১১। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে?
তাদের ল.সা.গু হল:- ৬০
অবশিষ্ট বলার কারনে ল.সা.গু
এর সাথে ৩ যোগ হবে।
সুতরাং উত্তর হবে ৬৩।

১২। পাচঁটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ১০ সেকেন্ড অন্তর অন্তর দবাজতে লাগে। কতক্ষন পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
প্রথমে এদের ল.সা.গু বের করতে হবে।


উত্তর হবে ৮৪০ সেকেন্ড। যদি মিনিটে দেওয়া থাকে তবে সেকেন্ড কে মিনিটে নিতে হবে।  তাহলে হবে:-  

Post a Comment

নবীনতর পূর্বতন