শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০ পর্ব-৫

শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০। ১৫ মে ২০২০ ১৭তম(সপ্তদশ)শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরিক্ষা অনুষ্ঠিত হবে।  শিক্ষক নিবন্ধন পরিক্ষার ১ম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরিক্ষা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এ চারটি বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। প্রিলিমিনারি পরিক্ষায় পাস করতে পারলে পরের ধাপগুলো তুলনামূলক সহজ। কারণ লিখিত পরিক্ষা বিষয়বৃত্তিক হওয়ায় সহজে পাস করা যায়।


১৭ তম শিক্ষক নিবন্ধন ও খাদ্য অধিদপ্তরের কমন উপযোগী স্টাডি প্লান (স্কুল-২ + কলেজ)

আমাদের এ ব্লগে শিক্ষক নিবন্ধন পরিক্ষার সকল সাজেশন পাবেন।পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে ও সকল সাজেশন পাবেন। আমাদের পেজে লাইক ও গ্রুপে জয়েন করুন।

                                                                              Facebook Page
                                      Facebook Group 

শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০


শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০ পর্ব-৪

শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন
শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন

১৭ তম শিক্ষক নিবন্ধন ৯৫ দিনের প্রস্তুতি ৭০+ কমন উপযোগী স্টাডি প্লান (স্কুল-২ + কলেজ)
🔵বাংলা
৬০১। কদাচর শব্দটি কোন সমাস?
- কর্মধারয়
৬০২। ঘরে-বাইরে কোন সমাস—
- অলুক দ্বন্দ্ব
৬০৩। ক্রিয়া ও ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়—
- কৃৎ প্রত্যয়
৬০৪। শত্রুকে দমন করে যে — এই বাক্যের এক কথায় প্রকাশ—
- অরিন্দম
৬০৫। করপল্লব কোন সমাসের উদাহরণ?
- উপমিত কর্মধারয়
৬০৬। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
- ক্রিয়া
৬০৭। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- অগ্নিবীণা
৬০৮। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাটা সম্পাদক কে ছিলেন?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬০৯। সধবার একাদশী কোন ধরনের রচনা?
- প্রহসন
৬১০। এক পয়সার বাঁশি কোন ধরনের রচনা—
- ছোটদের জন্য রচিত
৬১১। মহান বিজ্ঞানী জগদীশ রচনার লেখকের নাম কি?
- বন্দে আলী মিয়া
৬১২। নারীতীর্থ প্রতিষ্ঠান কে গড়ে তোলেছিল?
- মোহাম্মদ লুৎফর রহমান
৬১৩। অন্নদাশঙ্কর রায়ের 'পারী' একটি—
- ভ্রমণকাহিনী
৬১৪। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
৬১৫। ডাক-হরকরা গল্পের প্রধান চরিত্র কে?
- দীনু
৬১৬। কবি ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
- যশোর
৬১৭। 'এসো বিজ্ঞানের রাজ্যে'— প্রবন্ধগ্রন্থটির লেখক কে?
- আবদুল্লাহ আল মুতী
৬১৮। বাংলার মুখ — কবিতাটির রচিয়তা কে?
- জীবনানন্দ দাশ
৬১৯। "বল দেখি এ জগতে ধার্মিক কে হয়'
সর্ব জীবে দয়া যার ধার্মিক সে হয়" — কবিতাংশটির রচিয়তা কে?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬২০। 'একটি পাখি' কবিতায় "পাখি" শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিশাল শূণ্যতা
৬২১। 'জীবন বিনিময়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বুলবুলিস্তান
৬২২। 'ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।' — এ চরণ দুটির রচিয়তা–
- কাজী নজরুল ইসলাম
৬২৩। জহির রায়হানের 'সময়ের প্রয়োজনে' গল্পটির ঘটনা—
- মুক্তিযুদ্ধের
৬২৪। 'ওদের জন্য ভালোবাসা' প্রবন্ধটির লেখক কে?
- মাহবুবুল হক
৬২৫। 'শাহজাহানের মৃত্যুস্বপ্ন' কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়?
- রূপছন্দা
৬২৬। 'বসন্ত' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- পশারিণী
৬২৭। ইতর বিশেষ — বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- পার্থক্য
৬২৮। তসবির শব্দের অর্থ কি?
- ছবি
৬২৯। প্রকৃতি বলতে কি বুঝায়?
- শব্দের মূল
৬৩০। বাঁশি বাজে ওই দূরে — কোন বাচ্যের উদাহরণ?
- কর্ম–কর্তৃবাচ্যের
৬৩১। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
- ব্রাহ্মী লিপি
৬৩২। 'জমাখরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য —
- জমা ও খরচ
৬৩৩। ব্যাকরণের প্রধান কাজ —
- ভাষার বিশ্লেষণ
৬৩৪। তিনি চোখে দেখেন না। — বাক্যটিতে 'চোখে' শব্দটির কারক বিভক্তি কোনটি?
- করণে ৭মী
৬৩৫। "কাকনিদ্রা" শব্দটির অর্থ কি?
- অগভীর সতর্ক নিদ্রা
৬৩৬। 'নীল যে অম্বর = নীলাম্বর' — কোন সমাস?
- কর্মধারয়
৬৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক "নটীর পূজা" কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬ সাল
৬৩৮। আনন্দমঠ উপন্যাসটি কার রচিত?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬৩৯। অমর কাব্য — অনুবাদ গ্রন্থটি কার রচনা?
- ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
৬৪০। ফণিমনসা কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম
৬৪১। চিঠি নাটকটির রচিয়তা —
- মুনীর চৌধুরী
৬৪২। রাণী খালের সাঁকো — কার বিখ্যাত কাব্য?
- আহসান হাবীব
৬৪৩। শাহাদৎ হোসেন রচিত নাটক —
- মনসদের মোহ
৬৪৪। এক মুঠো জন্মভূমি — উপন্যাসের লেখক কে?
- সৈয়দ শামসুল হক
৬৪৫। সমাগম উপন্যাসের জনক —
- শওকত ওসমান
৬৪৬। আশায় বসতি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- আহসান হাবীব
৬৪৭। কারক শব্দটির অর্থ —
- যা ক্রিয়া সম্পাদন করে
৬৪৮। 'সকলকে মরতে হবে'— বাক্যে "সকলকে" কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে দ্বিতীয়া
৬৪৯। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন —
- চর্যাপদ
৬৫০। কূপমন্ডুক বাগধারাটির অর্থ —
- সীমিত জ্ঞানের মানুষ

৬৫২। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তা কোন সমাস?
- কর্মধারয়
৬৫৩। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে—
- পর পদ বা উত্তর পদ
৬৫৪। কৌশলে কার্যোদ্ধার — কোন বাগধারাটির অর্থ?
- ধরি মাছ না ছুঁই পানি
৬৫৫। যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় কি বলে —
- কষ্টার্জিত
৬৫৬। টাকায় টাকা হয় — বাক্যে "টাকায়" কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ৭মী
৬৫৭। সুন্দর ব্যবহার একটি —
- প্রবন্ধ
৬৫৮। সাগরকন্যা গ্রন্থটি কার রচনা?
- রাজিয়া মাহবুব
৬৫৯। রাজা গল্পে কাকে "নিষ্ঠুর তস্কর" বলা হয়েছে?
- রহিমকে
৬৬০। বাংলা আমার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
- অমিয়ধারা
৬৬১। পাখিদের নিয়ে রচয়না "ঝগড়ু" কেমন চরিত্রের লোক—
- দরদী মনের
৬৬২। "রূপকথার সেই আশ্চর্য প্রদীপ'— প্রবন্ধটি কার রচিত?
- সুব্রত বড়ুয়া
৬৬৩। লেখক শামসুল কবীর একজন—
- প্রাবন্ধিক
৬৬৪। 'অপূর্ব ক্ষমা' গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বিষাদ সিন্ধু
৬৬৫। মনুষ্যত্ব লাভের উপায় কি?
- শিক্ষা গ্রহণ
৬৬৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যের সন্ধানে গিয়েছিলে —
- রেঙ্গুন
৬৬৭। ছেলে-মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস
- অলুক দ্বন্দ্ব
৬৬৮। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
৬৬৯। পরাজয়ে ডরে না বীর— বাক্যটিতে " পরাজয়ে" কারক বিভক্তি নির্ণয় করুন।
- অপাদান কারকে ৭ মী
৬৭০। কুলি শব্দের লিঙ্গান্তর —
- কামিন
৬৭১। নিশীথ রাতে বাজছে বাঁশি। এ বাক্যে "নিশীথ' কোন পদ?
- বিশেষণ
৬৭২। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬ টি
৬৭৩। বাঙালিরা ভাত খায় — কোন কালের উদাহরণ?
- সাধারণ বর্তমান
৬৭৪। উপসর্গ মূলত —
- অব্যয়সূচক শব্দাংশ
৬৭৫। বিভক্তিযুক্ত শব্দ দুইবার উক্ত হলে তাকে কি বলা হয়?
- পদের দ্বিরুক্তি
৬৭৫। বচন ব্যাকরণের কিরূপ শব্দ?
- প্রাতিপদিক শব্দ
৬৭৬। 'লাইলি-মজনু' কাব্যের মূল উৎস —
- আরবীয় লোকগাঁথা
৬৭৭। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন সময়কে বলা হয়?
- ১২০১–১৮০০
৬৭৮। বড়দিদি গ্রন্থটি কার রচনা?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৭৯। 'একা এবং কয়েকজন' কার লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৬৮০। কৃষ্ণকুমারী কি—
- একটি ট্র‍্যাজেডি নাটক
৬৮১। গুণরাজ কার উপাধি?
- মালাধর বসু
৬৮২। ঝিলিমিলি গ্রন্থটি —
- নাট্যধর্মী
৬৮৩। ছায়ানট কাজী নজরুল ইসলামের একটি —
- কাব্যগ্রন্থ
৬৮৪। বাংলা সাহিত্যের 'মৌমাছি' হলেন—
- বিমল ঘোষ
৬৮৫। ফেয়ারীর ডায়েরী কার রচিত?
- আলাউদ্দিন আল আজাদ
৬৮৬। বিজ্ঞানের 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিশেষ
৬৮৭। 'অনুতাপ' সমস্তপদটির ব্যাসবাক্য কি?
- অণুতে যে তাপ
৬৮৮। 'রকেট অতি দ্রুত চলে' — কোন বিশেষণের উদাহরণ?
- ক্রিয়া - বিশেষণের বিশেষণ
৬৮৯। পরীক্ষা আসিলে চোখে জ্বর ঝড়ে। এই বাক্যে পরীক্ষা কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে শূণ্য
৬৯০। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে?
- বাক্যের শুরুতে
৬৯১। কর্মে অতিশয় তৎপর, একথায় —
- ত্বরিৎকর্মা
৬৯২। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যোগ করার উদ্দেশ্য কি?
- নতুন শব্দ গঠন
৬৯৩। ইতর প্রাণিবাচক শব্দের বিভক্তিতে কি যুক্ত হয়?
- গুলি
৬৯৪। দম্পতি কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব
৬৯৫। 'মধুমাখা' শব্দের সঠিক ব্যাসবাক্য কি?
- মধু দ্বারা মাখা
৬৯৬। বেদের মেয়ে নাটকটি কার রচনা?
- জসীম উদ্‌দীন
৬৯৭। 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচিয়তা—
- শামসুর রাহমান
৬৯৮। 'রঙ্গপুর বার্তাবহ' সংবাদপত্রটি কতসালে প্রথম প্রকাশিত হয়?
- ১৮৪৭ সালের আগষ্ট মাসে
৬৯৯। ইসলামিক রেনেসাঁর কবি কে?
- ফররুখ আহমদ
৭০০। জামাই বারিক প্রহসনটি কার রচিত?
- দীনবন্ধু মিত্র
💠পরবর্তী পর্বে আরো দেওয়া হবে।

আপনি কি প্রস্তুতি ১৭ তম শিক্ষক নিবন্ধন এর জন্য,আর আমাদের স্টাডি প্লান ৯৫দিনে ৭০+ কমনের
এটা আমাদের অফিসিয়াল গ্রপ
জয়েন হয়ে আপনি ও পারেন ৯৫ দিনে নিজে কে পস্তুতি করতে

আমাদের এ ব্লগে শিক্ষক নিবন্ধন পরিক্ষার সকল সাজেশন পাবেন।পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে ও সকল সাজেশন পাবেন। আমাদের পেজে লাইক ও গ্রুপে জয়েন করুন

                                                  Facebook Page 
                  
Facebook Group  


Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

Alamgir Hossain
Inbox to Facebook: educationbd
Email at : allamgir1000@gmail.com
 
Contact No.:01748187896

Narsingdi, Dhaka, Bangladesh.

CONNECT WITH ME PERSONALLY:

Instagram

OUR COMMUNITY:-

Welcome to homeschool24.com – If you like Cool Tech, you’re in the right place. I scour the internet for the coolest stuff available today, and you can find it all here! I would really appreciate it if you took a look at some of my stuff!

Post a Comment

নবীনতর পূর্বতন