চাকরির পরিক্ষার প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০ বাংলা সাহিত্য

চাকরির পরিক্ষার প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০। ১৫ মে ২০২০ ১৭তম(সপ্তদশ)শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরিক্ষা অনুষ্ঠিত হবে।  শিক্ষক নিবন্ধন পরিক্ষার ১ম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরিক্ষা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এ চারটি বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। প্রিলিমিনারি পরিক্ষায় পাস করতে পারলে পরের ধাপগুলো তুলনামূলক সহজ। কারণ লিখিত পরিক্ষা বিষয়বৃত্তিক হওয়ায় সহজে পাস করা যায়।


আমাদের এ ব্লগে শিক্ষক নিবন্ধন পরিক্ষার সকল সাজেশন পাবেন।পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে ও সকল সাজেশন পাবেন। আমাদের পেজে লাইক ও গ্রুপে জয়েন করুন। 

চাকরির পরিক্ষার প্রস্তুতি
চাকরির পরিক্ষার প্রস্তুতি


             Facebook Page
       Facebook Group 

শিক্ষক নিবন্ধন পরিক্ষার সাজেশন ২০২০



চাকরির পরিক্ষার প্রস্তুতি

🔴বাংলা সাহিত্য....

1.চর্যাপদের কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন ?
ⓐ কাহ্নপা ⓑ ভুসুকুপা ⓒ লুইপা ⓓ সরহপা
Ans :b

2. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে ?
ⓐ দীনেশচন্দ্র সেন ⓑ জর্জ গিয়ার্সন ⓒ চন্দ্রকুমার দে ⓓ কেউ নন
Ans :c

3. মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয় ?
ⓐ ২১টি ⓑ ২২টি ⓒ ২৩টি ⓓ ২৪টি
Ans :c

4. BALLAD কি ?
ⓐ লোকগীতি ⓑ লোকগাঁথা ⓒ গাথা ⓓ গীতিকা
Ans :d

5. দেওয়ানা মদিনার রচয়িতা কে ?
ⓐ মনসুর বয়াতি ⓑ মনসুরউদ্দিন ⓒ জসীমউদ্দীন ⓓ সুকুমার সেন
Ans :a

6. পুথি সাহিত্যের প্রাচীনতম কবি কে ?
ⓐ ফকির গরিবুল্লাহ ⓑ সৈয়দ হামজা ⓒ রামনিধি গুপ্ত ⓓ নিতাই বৈরাগী
Ans :b

7. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে ?
ⓐ হায়াৎ মামুদ ⓑ শেখ ফয়জুল্লাহ ⓒ সৈয়দ সুলতান ⓓ মুহাম্মদ খান
Ans :b

8. নাথ সাহিত্যের প্রধান কবি কে ?
ⓐ শেখ ফয়জুল্লাহ ⓑ ভীমসেন রায় ⓒ মল্লিক ⓓ শুকুর মাহমুদ
Ans :a

9. ব্রজবুলি কোন স্থানের ভাষা ?
ⓐ আসাম ⓑ গৌড় ⓒ মিথিলা ⓓ পশ্চিমবঙ্গ
Ans :c

10. কোন কবির উপাধি কবিকন্ঠহার ?
ⓐ চনডীদাস ⓑ ভারতচন্দ্র ⓒ মুকুন্দরাম ⓓ বিদ্যাপতি
Ans :d

11. কে বাংলা ভাষার কবি নন ?
ⓐ জ্ঞানদাস ⓑ চন্ডীদাস ⓒ জয়দেব ⓓ সুকুমার সেন
Ans :c

12. রুপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর কার রচনা ?
ⓐ চনডীদাস ⓑ বিদ্যাপতি ⓒ জ্ঞানদাস ⓓ লোচনদাস
Ans :c

13. ব্রজবুলি কি ?
ⓐ বাংলা ভাষা ⓑ মথুরার ভাষা ⓒ বৃন্দাবনের ভাষা ⓓ ব্রজভূমির ভাষা
Ans :b

14. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
ⓐ বাংলা ⓑ সংস্কৃত ⓒ মিথিলা ⓓ কনৌজ
Ans :c

15. বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে ?
ⓐ গোবিন্দ দাস ⓑ বিদ্যাপতি ⓒ মানিক দত্ত ⓓ গোজলা গুই
Ans :b

16. গীত গোবিন্দ কোন ভাষায় রচিত ?
ⓐ বাংলা ⓑ ব্রজবুলি ⓒ সংস্কৃত ⓓ প্রাকৃত
Ans :b

17. কবি আওয়ালের প্রথম রচনা কোনটি ?
ⓐ সপ্তপয়কর ⓑ গুলেবকাওলী ⓒ পদ্মাবতী ⓓ কোনটিই নয়
Ans :c

18. আলাউল রচিত গ্রন্থ --
ⓐ পদ্মাবতী ⓑ ইউসুফ জুলেখা ⓒ লাইলিমজনু ⓓ গোরক্ষ বিজয়
Ans :a

19. হিন্দি পদুমাবৎ অবলম্বনে পদ্মাবতী রচনা করেন ?
ⓐ বাহরাম খান ⓑ সৈয়দ সুলতান ⓒ মাগন ঠাকুর ⓓ আলাওল
Ans :d

20. লৌলিক কাহিনীর প্রথম রচয়িতা কে ?
ⓐ আলাওল ⓑ মাগন ঠাকুর ⓒ দৌলত কাজী ⓓ সৈয়দ সুলতান
Ans :c

21. নবীবংশ কার রচনা ?
ⓐ শাহমুহাম্মদ সগীর ⓑ সৈয়দ সুলতান ⓒ মুহাম্মদ খান ⓓ শেখ পরান
Ans :b

22. গুল ই বকাওলী কার রচনা ?
ⓐ মুহাম্মদ মুকিম ⓑ সাবিরিদ খান ⓒ ফকির গরিবুল্লাহ ⓓ দৌলত উজির বাহরাম খান
Ans :a

23. লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন ?
ⓐ সাবিরিদ খান ⓑ সৈয়দ সুলতান ⓒ দৌলত উজির বাহরাম খান ⓓ কেউ নন
Ans :c

24. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি ?
ⓐ পদ্মাবতী ⓑ চন্দ্রাবতী ⓒ ইউসুফ জোলেখা ⓓ সিকান্দার নামা
Ans :c

25. পৃথিবীতে জাত মহাকব্য কয়টি ?
ⓐ ৬টি ⓑ ৪টি ⓒ ৫টি ⓓ ৭টি
Ans :b

26. কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক ?
ⓐ মহাভারত ⓑ রামায়ণ ⓒ বেদ ⓓ গীতা
Ans :a

27. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ?
ⓐ কবীন্দ্র পরেমেশ্বর ⓑ কাশীরাম দাস ⓒ শ্রীকর নন্দী ⓓ সঞ্চয়
Ans :b

28. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি ?
ⓐ শ্রীকরনন্দী ⓑ পরাগলী মহাভারত ⓒ মহান মহাভারত ⓓ কোনটিই নয়
Ans :b

29. মহাভারত এর রচয়িতা ?
ⓐ বাল্মীকি ⓑ ব্যাসবেদ ⓒ মনু ⓓ ভদ্রবাহু
Ans :b

চাকরির পরিক্ষার প্রস্তুতি


29. বাংলা ভাষায় রামায়ন অনুবাদ করেন কে ?
ⓐ বাল্মীকি ⓑ ব্যাসবেদ ⓒ কৃত্তিবাস ওঝা ⓓ বিজয়পন্ডিত
Ans :c

30. রামায়নের মূল রচয়িতা কে ?
ⓐ কৃত্তিবাস ওঝা ⓑ কাশীরাম দাস ⓒ বেদব্যাস ⓓ বাল্মীকি
Ans :d

31. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর প্তার নাম কি ?
ⓐ দ্বিজচন্ডীদাস ⓑ বিদ্যাপতি ⓒ মুকুন্দরাম ⓓ দ্বিজবংশীদাস
Ans :d

32. বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে ?
ⓐ প্রাচীনযুগ ⓑ মধ্যযুগ ⓒ অন্ত মধ্যযুগ ⓓ আধুনিকযুগ
Ans :b

33. বাংলা সাহিত্যের কোন যুগকে সুবর্ণযুগ বলা হয় ?
ⓐ আদিযুগ ⓑ চৈচন্যযুগ ⓒ চৈতন্য পরবর্তীযুগ ⓓ আধুনিক যুগ
Ans :c

34. রসুল বিজয় এর রচয়িতা কে ?
ⓐ শাহ মুহাম্মদ সগীর ⓑ সাবিরিদ খান ⓒ মোজাম্মেল হক ⓓ ফকির গরীবুল্লাহ
Ans :b

35. অসিংহা পরম ধর্ম কোন ধর্মের মুল মন্ত্র ?
ⓐ বৌদ্ধ ⓑ হিন্দু ⓒ বৈষ্ণব ⓓ ইসলাম
Ans :a

36. চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে ?
ⓐ কৃষ্ণদাস কবিরাজ ⓑ জয়ানন্দ ⓒ বৃন্দাবন দাস ⓓ পরমানন্দ সেন
Ans :a

37. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম পেরচারকের প্রভাব অপরিসীম ?
ⓐ আউল মনোহর দাস ⓑ শ্রীকৃষ্ণ ⓒ আদিনাদ শিব ⓓ চৈতন্যদেব
Ans :d

38. হাকন্দ পুরাণ গ্রন্থটি কার রচনা ?
ⓐ ময়ূর ভট্ট ⓑ হরিদত্ত ⓒ মানিক দত্ত ⓓ চন্ডীদাস
Ans :a

39. কবি ভারত চদ্রকে রায়গুনাকর উপাধি কে দেন ?
ⓐ জমিদার রগুনাথ ⓑ মহারাজ কৃষ্ণচন্দ্র ⓒ বল্লানসেন ⓓ আকবর
Ans :b

40. বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে ?
ⓐ রামরামবসু ⓑ ভারতচন্দ্র রায় গুনাকর ⓒ শাহ মুহাম্মদ সগীর ⓓ ঈশ্বরচন্দ্র গুপ্ত
Ans :b

41. চর্যাপদের কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?
ⓐ ৭টি ⓑ ৪টি ⓒ ৬টি ⓓ ৫টি
Ans :c

42. চর্যাপদের ভাষাকে পন্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছেন ?
ⓐ আর্য ⓑ পালি ⓒ প্রাকৃত ⓓ সন্ধ্যা
Ans :d

43. রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন ?
ⓐ আলাউল ⓑ কাজী দৌলত ⓒ মাগন ঠাকুর ⓓ সৈয়দ সুলতান
Ans :c

44. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিক্ষাত শাসক কে ?
ⓐ আলীবর্দী খা ⓑ ইসলাম খা ⓒ আলাউদ্দীন হোসেন সাহ ⓓ মুর্শীদকুলি খা
Ans :c

45. সবচেয়ে বেশি পদ রচনা করেন --
ⓐ লুইপা ⓑ কাহ্নপা ⓒ সবরপা ⓓ ভুসুকুপা
Ans :b

46. চর্যাপদ কোন ছন্দে লেখা ?
ⓐ অক্ষরবৃত্ত ⓑ স্বরবৃত্ত ⓒ মাত্রাবৃত্ত ⓓ অমিত্রাক্ষর
Ans :c

47. কোন কবি চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যখ্যা করেন ?
ⓐ কাহ্নপা ⓑ লুইপা ⓒ ডাকার্ণব ⓓ মুনীদত্ত
Ans :d

48. হরপ্রসাদ শাস্রী কাকে চর্যাপদের আদিকবি মনে করেন ?
ⓐ লুইপা ⓑ ভুসুকুপা ⓒ কাহ্নপা ⓓ সরহপা
Ans :a

49. চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত ?
ⓐ ৪৬টি ⓑ ৫০টি ⓒ ৫১টি ⓓ সাড়ে ৪৬টি
Ans :d

50. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে ?
ⓐ সপ্তম ⓑ অষ্টম ⓒ নবম ⓓ দশম
Ans :a

51. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋনী ?
ⓐ পালি ⓑ অপব্রংশ ⓒ সংস্কৃত ⓓ অবহট্ট
Ans :b

52. নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী ? বাংলা ও
ⓐ তামিল ⓑ অসমিয়া ⓒ হিন্দি ⓓ সংস্কৃত
Ans :b

53. বাংলা লিপির উৎস কি ?
ⓐ খরোষ্ঠী লিপি ⓑ চীনা লিপি ⓒ আরবী লিপি ⓓ ব্রাহ্মীলিপি
Ans :d

54. কোন লিপি ডান দিক থেকে লেখা হয় ?
ⓐ ব্রাহ্মীলিপি ⓑ আরবীলিপি ⓒ খরোষ্ঠী লিপি ⓓ কোনটিই নয়
Ans :c

55. বাংলা লিপি স্থায়ী রুপ লাভ করে কোন আমলে ?
ⓐ পাল ⓑ সেন ⓒ পাঠান ⓓ মোগল
Ans :c

56. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ?
ⓐ রামায়ন ⓑ মহাভারত ⓒ চর্যাপদ ⓓ বৃত্যসংহার
Ans :c

57. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ?
ⓐ পাল ⓑ মোগল ⓒ সেন ⓓ তুর্কী
Ans :a

58. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি ?
ⓐ বেদ ⓑ শূন্যপুরান ⓒ মঙ্গলকাব্য ⓓ চর্যাপদ
Ans :d

59. হরপ্রসাদ শাস্রীকে কত সালে মহামহোপাধ্যায় উপাধি দেওয়া হয় ?
ⓐ ১৯৮৯ ⓑ ১৯৯৮ ⓒ ১৮৯৮ ⓓ ১৯০৭
Ans :c

60. মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল ?
ⓐ গদ্য নির্ভর ⓑ পদ্যনির্ভর ⓒ রুপকথা নির্ভর ⓓ ধর্মনির্ভর
Ans :d

61. মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী ?
ⓐ লোক সাহিত্য ⓑ পুথিঁসাহিত্য ⓒ ডাক ও খনার বচন ⓓ ব্রতকথা
Ans :c

62. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয় ?
ⓐ ১৯০৭ সালে ⓑ ১৯০৯ সালে ⓒ ১৯১৬ সালে ⓓ ১৯২৩ সালে
Ans :b

63. বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল ?
ⓐ মহামহোপাধ্যায় ⓑ বিদ্বদ্বল্লব ⓒ আচার্য ⓓ কাব্যতীর্থ
Ans :b

64. মধ্যযুগের আদি নিদর্শন কোনটি ?
ⓐ চর্যাপদ ⓑ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ⓒ শূন্যপুরান ⓓ রঘুবংশ কাব্য
Ans :b

65. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র ?
ⓐ চন্ডীমঙ্গল ⓑ ধর্মমঙ্গল ⓒ মনসামঙ্গল ⓓ অন্নদামঙ্গল
Ans :c

66. মনসামঙ্গলের আদি কবি কে ?
ⓐ ব্জয়গুপ্ত ⓑ কানাহরিদত্ত ⓒ মানিকদত্ত ⓓ ময়ূর ভট্ট
Ans :b

67. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ?
ⓐ সুফিয়া কামাল ⓑ পদ্মাবতী ⓒ চন্দ্রাবতী ⓓ মহাশ্বেতা দেবী
Ans :c

68. বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ ?
ⓐ মনসামঙ্গল ⓑ অন্নদামঙ্গল ⓒ ধর্মমঙ্গল ⓓ চন্ডীমঙ্গল
Ans :a

69. ভাডুদত্ত কোন কাব্যের চরিত্র ?
ⓐ মনসামঙ্গল ⓑ চন্ডীমঙ্গল ⓒ অন্নদামঙ্গল ⓓ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
Ans : b

70. কবি কঙ্কন কার উপাধি ?
ⓐ কাশীরামদাস ⓑ মুকুন্দরাম চক্রবর্তী ⓒ ঘনারাম ⓓ কানাহরিদত্ত
Ans : b


আমাদের এ ব্লগে শিক্ষক নিবন্ধন পরিক্ষার সকল সাজেশন পাবেন।পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে ও সকল সাজেশন পাবেন। আমাদের পেজে লাইক ও গ্রুপে জয়েন করুন


                                                  Facebook Page 




                                      Facebook Group  


Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

Alamgir Hossain

Inbox to Facebook: educationbd
Email at : allamgir1000@gmail.com
  

Contact No.:01748187896

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন