যাব না আর

      যাব না আর













-----------------------------------------

আমি যাব না আর সেগুন বাগের জারুল গাছটার নিচে
ভর দুপুরে মিঠা সুরে ঘুঘু যেথায় ডাকে।
তার ডাকে মুগ্ধ হয়ে হারিয়ে যাই পিছে!!

মধু মাসের মধু ক্ষণে
কাঁঠাল নেবু আম বাগানে
জুঁই চামিলি ফুলের ঘ্রাণে বাতাস যখন ভাসে।
যাব না আর ভর দুপুরে জারুল গাছটার নিচে।
কাছে তাদের যাইনি কভু
উঁকি দিয়ে দেখি তবু
বুল্বুলিটা ফিক ফিকিয়ে আমায় দেখে হাসে,
শালিক শ্যামা টুনটুনিও সাঁয় দিয়ে যায় তাতে!
জারুল গাছটার বা দিকেই শিমুল বনের পাশে
নিকশ কালো জল রাশি মালতি পকুর আছে
থরে থরে পদ্ম ফোটা রাজহংসী ভাসে;
যাব না আর ভর দুপুরে জারুল গাছটার নিচে
যেথায় রুদ্দুর মাথায় গোপীনিরা স্নান করিতে আসে
সচ্ছ জলে দীঘল কেশ তনু কান্তি ভাসে,
থৈ থৈ উষ্ণ হাওয়া নীরব পরিবেশে।

ভয় লাগে না?
ফাগুন দিনের মনোলোভায়
তাদের ভাই যা রুপ দেখা যায়
খেই হারিয়ে বন পেরিয়ে হারাই যদি শেষে
যাব না আর ফাগুন দিনে জারুল গাছটার নিছে।

Post a Comment

নবীনতর পূর্বতন