Different Kind Of Sentense। বাক্যের প্রকারভেদ বিস্তারিত আলোচনা। English Grammer

  The sentences

A sentense is a set or a combination of words that expresses a complete sense or meaining.
এক বা একাধিক শব্দ সুশৃঙ্খলভাবে ব্যবহৃত হয়ে যদি একটি সম্পুর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাংলায় বাক্য ইংরেজিতে Sentence বলে। যেমনঃ
Everybody should obey his parents.
N.B
A single word can also be a sentence:যেমনঃ Certainly, Impossible, Yes, No, Good, What etc.


Sentence এর দুটি অংশ।
1) Subject
2) Predicate

Subject: Sentence এ যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে।
Predicate: Sentence এর যে অংশে Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে predicate বলে।

Subject                   Predicate

He                         goes to school.
She                        is a beautiful girl.
His parents                sent him to school.
We                         eat rice.
Allah                      is everywherer.



(Kinds of sentence) শব্দের প্রকারভেদ
অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার।
1) Assertive sentence
2) Interrogative sentence
3) Imparative sentence
4) Optative sentence
5) Exclamatory sentence


1) Assertive sentence:

যে sentence দ্বারা সাধারণত কোন বিবৃতি বা তথ্য প্রদান করা হয়, তাকে Assertive sentence বলে। Assertive sentence এর ক্ষেত্রে সাধারণত Subject verb এর পূর্বে বসে। যেমনঃ
Kamal is a good farmer.
He speaks English very well.
I am going to see my mother.


Assertive sentence আবার ৩ প্রকার। 

a) Affirmative sentence
b) Negative sentence
c) Emphatic sentence

a) Affirmative sentence: যে Sentence বা বাক্য দ্বারা হ্যা বোধক বিবৃতি বা তথ্য প্রদান করা হয় তাকে  Affirmative sentence বলে। যেমনঃ
We have a nice garden.
He goes to school.
He is good at English.


b) Negative sentence: যে Sentence বা বাক্য দ্বারা না বোধক বিবৃতি বা তথ্য প্রদান করা হয় তাকে  Negative Sentenceবলে। যেমনঃ
We are not happy.
Jamal does not read attentively.

c) Emphatic Sentence: যে Sentence বা বাক্য কোন বক্তব্য জোরালেভাবে প্রদান করা হয় তাকে  Emphetic sentence বলে। যেমনঃ
Do come tomorrow.
I do like him.
He does have a car.

2) interrogative sentence:

যে  Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অর্থাৎ কোন ব্যক্তি, বস্তূ বা স্থান সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় তাকে Interrogative sentence বলে। যেমনঃ
Which pen do you like?
What are you doing now?
How have you done it?
Why did he come here?

Interrogative sentence তৈরির দুটি নিয়ম রয়েছে। যথাঃ
নিয়ম -১ কতগুলি প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা না বলে দেয়া যায়। এরূপ বাক্যের প্রথমে Auxiliary verb বা সাহায্যকারী .. বসে। ইংরেজিতে ২৪ টি Auxiliary verb আছে। যথাঃ  Am, Is, Are, Was, Were, Do, Does, Did, Have, Has, Had এই ১১ টি হল  Primary Auxiliary verb কারন এরা  finite verb  হিসেবেও ব্যবহৃত হতে পারে।
আর  Shall, Should, Will, Would, Can, Could, May Might, Must, Need, Ought to, Going to, Dare এই ১৩ টি কে বলে Modeal Auxiliary verb কারন এরা Finite verb  হিসেবে ব্যবহৃত হয় না।
 Example:
Do you like him?
Will he go home today?

নিয়ম-২ : কতগুলি প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা না বলে দেয়া যায় না । এরূপ বাক্যের প্রথমে Interrogative pronoun ( Who, Which, What, Whom, Whose) and Interrogative adverb ( How, Why, When, Whwre)  ইত্যাদি বসে।  সংক্ষেপে এই শব্দগুলোকে  WH-question বলে।
Example:
Who are you?
What does he want?
Why are you craying?

3) Imparative Sentence:

যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Imparative sentence বলে। যেমনঃ
Kindly let him go.
Please have your seat.
Do it at one.
Imparative sentence তৈরির দুটি নিয়ম রয়েছে। যথাঃ

নিয়ম-১: Imparative sentence এ ‍subject 2nd person হলে তা উহ্য বা  silent থাকে। যেমনঃ
(You) go home.
(You) write a letter.

নিয়ম-২:  Imparative sentence এর  subject 1st person হলে তার পূর্বে let বসে। Let এর অর্থ দুই প্রকার যথা:
১) Let এর পর Us থাকলে এর অর্থ হয় প্রস্তাব বা পরামর্শ। যেমনঃ
Let us go to school.
let us go home.

২) let এর পর us ছাড়া অন্য শব্দ থাকলে let এর অর্থ হয় অনুরোধ। যেমনঃ
Let me do it.
let him read the book.


4) Optative sentence:


 যে সকল  sentence দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ ব্যক্ত করা হয় তাকে  Optetive sentebce বলে।  Optative sentence  সাধারণত  May বা  Would that  দিয়ে শুরু হয়। যেমনঃ
Would that i ware the president of Bangladesh.
May Allah bless you.
Long live Bangladeh.

N.B
May  ছাড়াও  Optative sentence গঠন দকরা যায়। যেমনঃ  Long live our president.
আবার শুরুতে  Noun ও ব্যবহৃত হয়। যেমনঃ  God bless you, my child.

5) Exclamatory Sentence:


যে সকল  sentence দ্বারা মনের বিভিন্ন প্রকার আকস্মক আবেগ যেমন- বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, হর্ষ, বিষাদ প্রভৃতি প্রকাশ পায় তাকে Exclamatory sentense  বলে। যেমন-ঃ
How lucky you are!
How beautiful the rose is!
What a fool he is!
Alas! The man is dead.

 মনের তীব্র অনুভূতিকে আবেগ বলে। আবেগ ৪ প্রকার।যথা-ঃ
i)  সুখের আবেগঃ ইহা প্রকাশের জন্য বাক্যের প্রথমে  Hurrah! Bravo! ইত্যাদি বসে। যেমন-ঃ
Hurrah! We have won the game.
Bravo! The little boy come fast.

ii) দুঃখের আবেগ-ঃ ইহা প্রকাশ করার জন্য  Alas! বসে। যথা-ঃ
 Alas! His mother is no more.
Alas! I am undone.

iii) ঘৃণার আবেগঃ ইহা প্রকাশ করার জন্য  Fie! বসে। যথা-ঃ
Fie! You are a liar.
Fie! He does not help his old parents.

iv) বিস্ময়ের আবেগঃ  ইহা প্রকাশ করার জন্য বাক্যের প্রথমে  How বা  What  বসে। তার পরে  Adjective + Subject + verb +! বসে।
বাক্যে  A/An  থাকলে ঐ বাক্যের প্রথমে What বসে।  A/An  না থাকলে ঐ বাক্যের শুরুতে  How বসে।
 Example:
What a nice flower it is!
What an interesting book it is!
How charming the scenery of CoX's Bazar is!


N.B
And, But এর পর  Subject ও  verb hide  বা উহ্য থাকতে পারে।

গঠন অনুসারে Sentence কে ৩ ভাগে ভাগ করা যায়। যথা-ঃ

1) Simple Sentence
2) Complex Sentence
3)compound Sentense


Simple sentence:

 যে বাক্যে একটি মাত্র subject এবং একটি মাত্র Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে  Compound Sentence বলে। যেমনঃ

He is rich.
He is happy.

Complex Sentence : 

দুইটি  Simple sentence কে সাধারণত  And, But, Because, Or ইত্যাদি ছাড়া অন্য Conjunction দ্বারা যোগ করা হলে তাকে  Compound Sentence বলে। Complex Sentence এ সাধারণতঃ As, if, Though, although, since, so, That, so....That, Who, Which, What, Whose, When, Unless, Until, Till ইত্যাদি Conjunction বসে ।যেমনঃ

Though he is poor, he is honest.
We eat that we may live.

Complex sentence এ কমপক্ষে দুইটি Clause বা অংশ থাকবে। যথাঃ

i) Principle clause
ii) Sub-ordinate clause.

i) Principle clause : ইহা একক বা পৃথকভাবে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
ii) Sub-ordinate clause : ইহা একক বা পৃথকভাবে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে  না ।

Example:
Though he is poor,        he is honest.
Sub-ordinate clause       Principle clause


Compound Sentence :

 দুইটি  Simple sentence কে সাধারণত  And, But, Because, Or ইত্যাদি দ্বারা যোগ করা হলে তাকে  Compound Sentence বলে। যেমনঃ

He is rich but he is unhappy.
He is poor and he is honest.

Post a Comment

নবীনতর পূর্বতন