ইগো

ইগো

igo
igo

অনেকে মনে করেন আপনি কথা কম বলেন,কারো সাথে মিশেন কম তারমানে আপনার অনেক ইগো বা ভাব।কিন্তু আমি ইগো শব্দটাকে অন্য ভাবে আখ্যায়িত করবো।আমার কাছে ইগো মানে আত্মসম্মানবোধ।আপনার যদি আত্মসম্মানবোধ না থাকে তাহলে আপনার অস্তিত্ব টিকে রাখা কষ্টদায়ক হবে।
ইগো ব্যাপারটা একেক জনে একেক ভাবে দেখে।এটাকে আবার কেউ অহংকার মনে করে।আপনি প্রয়োজন ছাড়া কথা বলছেন না।মানুষ বুঝে মিশতে চেষ্টা করছেন,এটাকে ভাববে আপনি অহংকারী।আপনার প্রচন্ড রকমের ভাব।তবে ভাবনাটা আমার কাছে ভুল মনে হয়।
দুনিয়াতে আল্লাহ্‌ সবাইকে এক ভাবে সৃষ্টি করেন নাই।সবার মতামত,সবার চলার ধরণ,সবার চিন্তাশক্তি এক রকম না।ভিন্ন মত সবার থাকতে পারে।
সে হয়ত নিজেকে গুটিয়ে রাখে,তাই বলে সে অহংকারী না।সে তাঁর সীমারেখা বুঝে মানুষের সাথে চলাফেরা করে।যখন তখন যেকোন কথা বলার আগে দু'বার চিন্তা করে।এটা হলো নিজস্ব ব্যক্তিগত মতামত।
আমি এটাকে আত্মসম্মানবোধ বলবো।নিজের আত্মসম্মান থাকলে সে কখনো অন্যের উপর নির্ভর হয় না।নিজেই বুঝে কখন,কোথায়,কিভাবে কথা বলতে হয়।এটা ইগো না এটা আত্মসম্মান।
কথা না বললে,না মিশলে দয়া করে এটাকে ইগো ভাববেন না।

Post a Comment

নবীনতর পূর্বতন